GK questions and answers

May I Help You


CEO of Education online 


বিগত বছরের বিভিন্ন পরীক্ষা আসা বাছাই করা গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর :-সমস্ত চাকরির পরিক্ষার প্রস্তুতির জন্য খুবই উপযোগী
1 পদার্থের ভারী কণাটি কি? নিউট্রন

2 ফুলকা ছাড়া বেঁচে থাকে এমন মাছ? জিওল

3 কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট উভয় স্কেলের পাঠ সমান হয়? -40 ডিগ্রি C/F

4 পৃথিবীতে তোমার ওজন 60 কেজি হলে চাঁদে তোমার ওজন কত হবে? 10কেজি

5 কোনো তেজস্ক্রিয় মৌল সবশেষে কোন মৌলে পরিণত হয়? সীসা

6 তড়িৎ বিয়োজনবাদ কোন বিজ্ঞানীর মতবাদ? আরহেনিয়াস

7 পিঁপড়ের হুলে কোন আসিড থাকে? ফরমিক আসিড

8 আন্টিমনির চিহ্ন? Sb

9 হসমোনাইট কার আকরিক? ম্যাঙ্গানিজ

10 ক্লোরিন পরমাণুর ইলেক্ট্রন সংখ্যা? 17

11 উদ্ভিদে কোন ধাতু সবথেকে বেশি পাওয়া যায়? পটাসিয়াম

12 বিজ্ঞানী ইউরে কি আবিস্কারের জন্য নোবেল পান? ভারী জল ও অক্সিজেনের আইসোটোপ

13 লাফিং গ্যাস? N2O

14 সূর্যের মধ্যে শক্তির উৎস? নিউক্লিয় ফিউশন

15 Sn কার চিহ্ন? টিন

16 আর্সেনিক কি ধরণের মৌলিক পদার্থ? ধাতুকল্প

17 সার্বজনীন দ্রাবক কি? জল

18 চিনিকে গরম করলে যে কালো রঙের পদার্থ পাওয়া যায় তা কি? কার্বন

19 -CH3 মুলকের নাম? মিথাইল

20 কার্বনের যোজ্যতা? 4

21 মিউটেশন তত্ত্বের প্রবক্তা? হুগো দা ভ্রিস

22 যোগ্যতমের উদবর্তন কার মতবাদ? ডারউইন

23 কনডোল কিসের সঙ্গে যুক্ত? ট্যাক্সনমি শব্দের প্রবর্তক

24 একটি ধাতুকল্পের উদাহরণ? আর্সেনিক

25 তেঁতুলে কোন আসিড থাকে? টার্টারিক আসিড
👍একটি তরলে কাঁচ দন্ড ডোবানোর ফলে সেটি অদৃশ্য হয়ে যায় তার কারণ হলো -কাঁচ ও তরলের প্রতিসারঙ্ক সমান।

👍 2017 সালের ভারত এশিয়ান যুব সম্মেলনের আয়োজক রাজ্য হল- মধ্যপ্রদেশ ।

 👍আলোর প্রতিসরণের জন্য দায়ী হল- বিভিন্ন মাধ্যমে আলোর গতিবেগ।

 👍তড়িৎ চুম্বকীয় তরঙ্গ পরীক্ষামুলকভাবে প্রথম উৎপাদন করেন -বিজ্ঞানী হাইনরিখ হার্জ।

👍সাধারনত প্রতিসারঙ্ক বলতে যে বর্ণের আলোর জন্য বোঝানো হয় তাহলো- হলুদ ।

👍দন্ত চিকিৎসকরা যে দর্পণ ব্যবহার করেন তা হলো -অবতল দর্পণ 

👍যে তড়িৎদ্বার ব‍্যাটারির ঋণাত্মক মেরুর সাথে যুক্ত থাকে তাহলে -ক্যাথোড ।

👍লোহার দ্রব্যে নিকেলের প্রলেপ দিতে ক্যাথোড ও অ্যানোড হিসাবে ব্যবহার করা হয় anode- বিশুদ্ধ নিকেল দ্বন্দ্ব দণ্ড ও cathode- লোহার দ্রব্য।

 👍অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে cathode হিসেবে ব্যবহার করা হয়- পুরো গ্যাস কার্বনের আস্তরণ ।

👍একটি জৈব পদার্থের নাম হলো যা জলীয় দ্রবণের তড়িৎ পরিবহন করে তা হলো -অ্যাসিটিক অ্যাসিড

Study Care And Jobs News:
📃 জেনারেল স্টাডিস গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর :-

 Q.1 ডায়ালাইসিসের জন্য ব্যবহৃত হয়-
 উত্তরঃ কিডনির চিকিৎসা

 Q.2 মহাত্মা গান্ধী জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
 উত্তর - আন্দামান ও নিকোবর

 প্র 3 কোন ঋতুতে কাজরি নৃত্য পরিবেশিত হয়?
 উত্তর - বর্ষাকাল

 Q. 4 DRDO ভারতের কোন রাজ্যে অগ্নি নিরাপত্তা প্রশিক্ষণ শুরু করেছে?
 উত্তর-উত্তরপ্রদেশ

 প্রশ্ন 5 ভারতের কোন রাজ্যে মারুথি নৃত্য পরিবেশিত হয়?
 উত্তর সিকিম

 Q. 6 IISc-এর প্রথম ভারতীয় পরিচালক কে ছিলেন?
 উত্তর - স্যার সিভি রমন

 প্রশ্ন 7 কে ইকতিদার ব্যবস্থা চালু করেন?
 উত্তর ইলতুৎমিশ

 প্রশ্ন 8 স্বাধীন ভারতের প্রথম পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন?
 উত্তরঃ জওহরলাল নেহেরু

 প্রশ্ন 9 কে জেনারেল ডায়ারকে গুলি করে হত্যা করেছিল, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য দায়ী কে?
 উত্তরঃ উধম সিং

 প্রশ্ন 10 ভারতে জলাভূমি কোথায় পাওয়া যায়?
 উত্তর সুন্দরবন

 11. জাতীয় প্রতিরক্ষা একাডেমি অবস্থিত।
 উত্তর - দেরাদুন
 12.রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন?
 উত্তর – স্বামী বিবেকানন্দ
 13. ভারতীয় মান সময় ভিত্তিক।
 উত্তর - 82° 30' পূর্ব দ্রাঘিমাংশ
 14. ভারতের পূর্ব দিকে কোন রাজ্যটি অবস্থিত?
 উত্তর- অরুণাচল প্রদেশ
 30. নাথুলা পাসের ওপারে কোন দেশটি অবস্থিত?
 উত্তর চীন
 15. পৃথিবীর কাছাকাছি বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর হল-
 উত্তর ট্রপোস্ফিয়ার
 16. ভারতীয় সেনাবাহিনীতে 'বিজয়ন্ত' নামটি হল-
 উত্তর - একটি ট্যাঙ্কের

 17.চীনা পরিব্রাজক ফাহিয়েন কার সময়ে ভারতে আসেন?
 উত্তর- বিক্রমাদিত্য
 18. প্রখ্যাত সিনে শিল্পী পৃথ্বীরাজ কাপুর এবং রাজ কাপুরের সম্পর্ক রয়েছে।
 উত্তর- পিতা-পুত্র
 19.ভারতের কোন রাজ্য চা উৎপাদনের জন্য পরিচিত?
 উত্তর- আসাম
 20. ভারতের কোন রাজ্য সর্বাধিক ধান উৎপাদন করে -
 উত্তর পশ্চিমবঙ্গ
 21. যন্তর মন্তর ভারতের কোন শহরে অবস্থিত?
 উত্তর দিল্লি
 22.দার্জিলিং ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তর পশ্চিমবঙ্গ
 23.. তেলেগু কোন রাজ্যের সরকারী ভাষা?
 উত্তর- অন্ধ্রপ্রদেশ
 24. হকি খেলায় প্রতিটি দলে কতজন খেলোয়াড় থাকে-
 উত্তর - 11টি
 25. বাংলাদেশের মুদ্রা হল-
 উত্তর - টাকা
 46. নীল নদের তীরে কোন সভ্যতা গড়ে উঠেছিল?
 উত্তর - মিশরীয় সভ্যতা
 26. মহাত্মা বুদ্ধ কোন স্থানে জ্ঞান লাভ করেন?
 উত্তর - গয়া
 27. বিখ্যাত নাটক 'শকুন্তলা' কে রচনা করেন?
 উত্তর – মহাকবি কালিদাস
 28. যখন জোয়ার সর্বোচ্চ হয়-
 উত্তর - সূর্য ও চাঁদ যখন পৃথিবীর একই পাশে থাকে
 29. ​​কোন রাজ্যটি ভারতের বৃহত্তর উপদ্বীপের মালভূমির অংশ নয়?
 উত্তর - মধ্যপ্রদেশ
 30. খাইবার পাস এখানে অবস্থিত-
 উত্তর - আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে
 31 .কোন নদীটি উপদ্বীপের মালভূমি থেকে উৎপন্ন হয় না?
 উত্তর - যমুনা
 32. গঙ্গার তীরে কোন শহরটি অবস্থিত?
 উত্তর- কানপুর
 33. ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ।  এর মানে-
 উত্তর - ভারতের কোন রাষ্ট্রীয় ধর্ম নেই
 34. জাতীয় সড়ক সংযোগ।
 উত্তর - ব্যবসা কেন্দ্র এবং রাজ্যের রাজধানীতে
 35. কোন শহর আঙ্গুর চাষের জন্য বিখ্যাত?
 উত্তর - নাসিক
 36. কয়না বাঁধ অবস্থিত-
 উত্তর - মহারাষ্ট্র
 37. খরিফ ফসল কাটা হয়-
 উত্তর- নভেম্বরের প্রথম দিকে
 38. হিমবাহ হল বরফের বিশাল অংশ যা-
 উত্তর - হিমালয় পর্বতমালার শীর্ষস্থানে ছায়া থাকে।

® পৃথিবীর বিভিন্ন দেশ ও শহরের ভৌগোলিক উপনাম:                                         

💮সাদা হাতির দেশ – থাইল্যান্ড

💮বাজারের শহর – কায়রো

💮নীল নদের দেশ – মিশর

💮আগুনের দ্বীপ – আইসল্যান্ড

💮প্রাচ্যের ডান্ডি – নারায়ণগঞ্জ

💮বজ্রপাতের দেশ – ভূটান

💮সোনালী তোরণের শহর –সানফ্রান্সিসকো                 

💮দ্বীপ মহাদেশ- অস্ট্রেলিয়া

💮সোনালী প্যাগোডার দেশ- মিয়ানমার

💮সকাল বেলার শান্তি- কোরিয়া

💮সাদা হাতির দেশ- থাইল্যান্ড

💮বাজারের শহর- কায়রো

💮পৃথিবীর ছাদ- পামির মালভূমি

💮মুক্তার দ্বীপ- বাহরাইন

💮লবঙ্গ দ্বীপ- জাঞ্জিবার

💮নিষিদ্ধ দেশ- তিব্বত

💮নীল নদের দান- মিশর

💮বাতাসের শহর- শিকাগো

💮মন্দিরের শহর- বেনারস

💮শ্বেতাঙ্গদের কবরস্থান- গিনিকোস্ট

💮স্বর্ণ নগরী- জোহান্সবার্গ

💮দ্বীপের নগরী- ভেনিস

💮জাঁকজমকের নগরী- নিউইয়র্ক

💮ভূ-মধ্যসাগরের প্রবেশ দ্বার- জিব্রাল্টার

💮ভারতের প্রবেশ দ্বার- মুম্বাই

💮প্রাচ্যের ম্যানচেস্টার- ওসাকা (জাপান)

💮ম্যাপল পাতার দেশ- কানাডা

💮প্রাচীরের দেশ- চীন

💮ইউরোপের রুগ্ন মানুষ- তুরস্ক

💮গোলাপী শহর- জয়পুর ,রাজস্থান (ভারত)

💮চির বসন্তের নগরী- কিটো (দঃ আমেরিকা)

💮ল্যান্ড অব মার্বেল- ইটালী

💮পাকিস্তানের প্রবেশ দ্বার- করাচী

💮ভাটির দেশ=>বাংলাদেশ

💮রিক্সার নগরী=>ঢাকা

💮সূর্যোদয়ের দেশ=>জাপান

💮নিশীথ সূর্যের দেশ=>নরওয়ে

💮মসজিদের শহর=>ঢাকা

💮সোনালি আঁশের দেশ=>বাংলাদেশ

💮সাত পাহাড়ের দেশ =>রোম

💮পিরামিডের দেশ=>মিশর

💮বজ্রপাতের দেশ – ভূটান

💮দারুচিনীর দ্বীপ – শ্রীলঙ্কা

💮সূর্যোদয়ের দেশ – জাপান

💮ভূ-স্বর্গ – কাশ্মীর

💮নিষিদ্ধ দেশ – তিব্বত

💮নিষিদ্ধ নগরী – লাসা

💮মুক্তার দ্বীপ – বাহরাইন

💮সমুদ্রের বধু – গ্রেট বিটেন

💮নিশীথ সূর্য্যের দেশ – নরওয়ে

💮ইউরোপের ককপিট – বেলজিয়াম

💮স্কাই স্ক্রাপার্সের শহর – নিউইয়র্ক

💮ব্রিটেনের বাগান – কেন্ট (ইংল্যান্ড)

💮মসজিদের শহর – ঢাকা

💮সাদা শহর – বেলগ্রেড (যুগোস্লাভিয়া)

💮মুক্তার দেশ – কিউবা

💮 বাতাসের শহর – শিকাগো

💮হাজার দ্বীপের দেশ – ফিনল্যান্ড

💮মন্দিরের শহর – বেনারস

💮মরুভুমির দেশ – আফ্রিকা

💮নীরব শহর – রোম

💮পবিত্র ভুমি – প্যালেস্টাইন

💮উত্তরের ভেনিস – স্টকহোম

💮স্বর্ণ নগরী – জোহনেসবার্গ

💮ল্যান্ড অব মার্বেল – ইটালি

💮পবিত্র পাহাড় – ফুজিয়ামা (জাপান)

💮গোলাপি শহর – রাজস্থান (ভারত)

💮দ্বীপের নগরী – ভেনিস

💮সকাল বেলার শান্তি – কোরিয়া

💮চির বসন্তের নগরী – কিটো (দ.আমেরিকা)

💮চীনের দুঃখ – হোয়াংহো নদী

💮ভূ-মধ্য সাগরের প্রবেশদ্বার – জিব্রাল্টার

💮ম্যাপল পাতার দেশ – কানাডা

💮দক্ষিণের রাণী – সিডনি

💮প্রাচ্যের ভেনিস – ব্যাংকক

💮ইউরোপের ক্রীড়াঙ্গন – সুইজারল্যান্ড

💮ভূমিকম্পের দেশ – জাপান

💮সাত পাহাড়ের শহর – রোম

💮দক্ষিণের গ্রেট ব্রিটেন –নিউজিল্যান্ড

💮প্রাচ্যের গ্রেট ব্রিটেন – জাপান

💮শ্বেতাঙ্গদের কবরস্থান – গিনিকোস্ট

💮পান্না দ্বীপ – আয়ারল্যান্ড

💮চির সবুজের দেশ – নাটাল

💮পোপের শহর – রোম