বংশাণু সম্পর্কে কিছু কথা

May I Help You ✓
Community manager 
Verified ✓


■ অসম্পূর্ণ প্রকটতা (Incomplete dominance) : যখন দুটি প্রকট জিন একসঙ্গে অবস্থান করে, তখন একটির জিনের বৈশিষ্ট্য প্রকাশ না ঘটিয়ে প্রকটতার অন্তর্বর্তী বৈশিষ্ট্য প্রকাশ করে।

■ অ্যালিল (Allele) : একই জিনের বিভিন্ন রূপ।

■ ক্রস (Cross) : ক্রস’ কথাটির অর্থ হল যৌন জনন। একটি পুংগ্যামেট ও একটি স্ত্রী গ্যামেটের নিষিক্তকরণ বা মিলনই হল ‘ক্রস।

■ জাইগোট (Zygote) : পুং ও স্ত্রী গ্যামেটের মিলনে যে ডিপ্লয়েড (2n) কোশ সৃষ্টি হয়।

■ জিন (Gene) : বংশগতির গঠনগত ও কার্যগত একক।
◆জিনোটাইপ (Genotype) : যে অন্তনির্হিত জিন বা জিনের সমাহারের জন্য জীবের কোনো চরিত্র প্রকাশ পায়।

■ জিনোম (Genome) : ডিপ্লয়েড জীবের হ্যাপ্লয়েড ক্রোমোজোম সেটের সমস্ত জিন।

■ ডিউটেরোনোপিয়া (Deuteranopia) : সবুজ বর্ণান্ধতার অপর নাম।

■ থ্যালাসেমিয়া (Thalassemia) : প্রচ্ছন্ন অটোজোমাল জিন দ্বারা নিয়ন্ত্রিত RBC-র বিশৃঙ্খলাজনিত একটি বংশগত রোগ।

■ প্রকট বৈশিষ্ট্য (Dominant characteristics) : যে বৈশিষ্ট্য অন্য কোনো বিপরীতধর্মী বৈশিষ্ট্যের প্রকাশে বাধা দেয়।
■ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য (Recessive characteristics) : যে বৈশিষ্ট্য অন্য কোনো বৈশিষ্ট্যের উপস্থিতিতে সুপ্ত থাকে।

■ প্রোটোনোপিয়া (Protonopia) : লাল বর্ণান্ধতার অপর নাম।
■ ফিনোটাইপ (Phenotype) : জীবের কোনো চরিত্রের বাহ্যিক প্রকাশ।

■ বর্ণান্ধতা (Colour blindness) : X-ক্রোমোজোমস্থিত জিনের মিউটেশনের ফলে যে বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশে যারা বিভিন্ন বর্ণের পার্থক্য করতে পারে না।

■ বংশগতি (Heredity) : জনিতৃর চারিত্রিক বৈশিষ্ট্যের বংশ

পরম্পরায় অপত্যের দেহে সঞ্চারণ।

◆মিউটেশন (Mutation) : জীবের মধ্যে সঞ্চারণযোগ্য হঠাৎ জেগে ওঠা স্থায়ী কোনো পরিবর্তন।

◆মেন্ডেলবাদ (Mendelism) : মেন্ডেল আবিষ্কৃত মৌলিক তত্ত্ব।
■ লোকাস (Locus) : ক্রোমোজোমের উপর যে স্থানে কোনো জিন অবস্থান করে।

■ সংকর (Hybrid) : দুটি ভিন্ন বৈশিষ্ট্যসম্পন্ন জীবের মিলনের

ফলে সৃষ্ট মিশ্র বৈশিষ্ট্যযুক্ত জীব।
■ হিমোফিলিয়া (Haemophilia) : একপ্রকার রক্তক্ষরণ জনিত বংশগত রোগ। এটি দুই প্রকার। হিমোফিলিয়া- A এবং হিমোফিলিয়া-B

◆ আলফা থ্যালাসেমিয়ার জিন 16 নং ক্রোমোজোমে এবং বিটা থ্যালাসেমিয়ার জিন 11 নং ক্রোমোজোমে অবস্থান করে।

■ক্রিস ক্রস উত্তরাধিকার : মাতামহের (Grandfather) X ক্রোমোজোমস্থিত প্রচ্ছন্ন জিনের বৈশিষ্ট্য যদি কন্যার মাধ্যমে তার দৌহিত্রে (Grandson) সঞ্চারিত হয়, তাহলে তাকে ক্রিস-ব্রুস উত্তরাধিকার বলে।

■যমজ : একটি শুক্রাণু ও একটি ডিম্বাণুর মিলনে উৎপন্ন জাইগোট থেকে যদি দুটি সন্তান জন্মায়, তাকে সদৃশ যমজ বলে। এরা দুটিই পুত্র বা দুটিই কন্যা এবং হুবহু দেখতে একরকম হয়। অপরপক্ষে, দুটি শুক্রাণু ও দুটি ডিম্বাণুর মিলনে উৎপন্ন দুটি জাইগোট থেকে যদি দুটি শিশু উৎপন্ন হয় তাহলে তাকে অসদৃশ যমজ বলে। এরা হুবহু একইরকম হয় না। এক্ষেত্রে দুটিই পুত্র বা কন্যা অথবা একটি পুত্র ও একটি কন্যা জন্মায়।

■হোলাক্ট্রিক জিন : পুরুষদের Y ক্রোমোজোমে অবস্থিত প্রকট জিন থাকলে তা উত্তরাধিকার সূত্রে পুত্রদের মধ্যে সঞ্চারিত হয়।এই ধরনের জিনকে হোলান্ড্রিক বলে। যেমন—পুরুষদের কানের লোম।
■মানুষের দেহে স্বাভাবিক অবস্থায় ডিপ্লয়েড ক্রোমোজোমের সংখ্যা 23 জোড়া অর্থাৎ 46টি। এর মধ্যে 22 জোড়া অটোজোম বা দেহ ক্রোমোজোম এবং একজোড়া সেক্স ক্রোমোজোম বা যৌন ক্রোমোজোম। অটোজোম দেহের কেবলমাত্র দৈহিক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়, আর যৌন ক্রোমোজোম লিঙ্গ নির্ধারণে মুখ্য ভূমিকা পালন করে। যৌন ক্রোমোজোম দু-প্রকার– X ও Y |
■পুরুষের দেহকোশে 22 জোড়া অটোজোমের (A) সঙ্গে থাকে একজোড়া ভিন্ন প্রকৃতির যৌন ক্রোমোজোম যার একটি X, অপরটি Y (44A + XY)। অপরদিকে মহিলার দেহকোশে থাকে 22 জোড়া অটোজোম এবং একজোড়া একই প্রকৃতির যৌন ক্রোমোজোম যার দুটিই X (44A + XX)।
◆ফিলােজফিক জুয়লজিক’ গ্রন্থটির রচয়িতা হলেন—ল্যামার্ক
◆মেণ্ডেলের একসংকর জননে জিনােটাইপের অনুপাত হল—1:2:1
◆মেণ্ডেলের দ্বিসংকর জননে F, জনুতে ফিনােটাইপের অনুপাত হলাে—9:3:3:1